সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জামালপুরের বকশীগঞ্জে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মরিয়ম আক্তারের (৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। 

মরিয়ম আক্তার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, গত রোববার মেরুরচর উত্তরপাড়া গ্রামের মরিয়ম আক্তার তার দাদী রুশেদা বেগমের সাথে পাশ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান। 

সোমবার (১৬ অক্টোবর) মরিয়ম তার ফুফুর বাড়ির আরও এক শিশুর সঙ্গে খেলতে যান। এরপর খেলতে খেলতে পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। 

টিএইচ